Tuesday, August 3, 2021
Home জাতীয় দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার।

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ
দেশের আকাশে বুধবার ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার রোজা ৩০টি পূর্ণ হবে। আগামী শুক্রবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভার সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের কোথাও থেকে চাঁদ দেখার খবর না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এবার রোজা ৩০ দিন পূর্ণ হতে পারে এমনটা আগেই ধারণা করা হচ্ছিল। কারণ গতকাল মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার সেখানে পালিত হবে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়।

এবারও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে করোনা মহামারির প্রকোপের মধ্যে। ফলে সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন বিধি-নিষেধ। গতবারের মতো এবারও ঈদগাহের পরিবর্তে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করতে হবে ঈদের জামাত। কোলাকুলি ও হ্যান্ডশেকেও রয়েছে নিষেধাজ্ঞা।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

- Advertisment -

Most Popular

নৌ চলাচলের স্বার্থে ভাঙা হচ্ছে বছিলাসহ ৮০৫টি সেতু

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ সারাদেশে নির্বিঘ্নে নৌচলাচলের স্বার্থে রাজধানীর মোহাম্মদপুরে বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত শহীদ বুদ্ধিজীবী (বছিলা ব্রিজ) সেতুসহ ৮০৫টি নিচু সেতু ভাঙার সিদ্ধান্ত হয়েছে। এসব...

আজ রেকর্ড ১৬২৩০ জনের দেহে করোনা শনাক্ত, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ ক্রমেই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত একদিনে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে...

আমি কম্পিউটার শিখেছি জয়ের কাছ থেকে: প্রধানমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ যেভাবে শুরু হলো- ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক...

ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট থেকে টিকা দেওয়ার সিদ্ধান্ত

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ দিন দিন বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে চাইছে সরকার। তারই অংশ হিসেবে...

Recent Comments