Tuesday, August 3, 2021
Home বিনোদন করোনার থাবা সালমান খানের পরিবারে

করোনার থাবা সালমান খানের পরিবারে

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ
ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ। সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন সেলিব্রেটিরাও। এবার করোনা থাবা বসাল বলিউড তারকা সালমান খানের পরিবারে।

সোমবার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা যায়, কোভিড আক্রান্ত হয়েছেন সালমান খানের দুই বোন- অলভিরা খান ও অর্পিতা খান।

এবারের ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের ছবি রাধে। তার ঠিক ৩ দিন আগেই করোনার থাবা ভাইজানের পরিবারে। সংবাদমাধ্যমে অভিনেতা নিজেই এ কথা জানান। রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই-এর প্রচার ইন্টারভিউ দিচ্ছিলেন সালমান। সেখানেই দুই বোনের কোভিড পজিটিভ হওয়ার কথা জানালেন অভিনেতা। আগামী বৃহস্পতিবার (১৩ মে) থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি।

বলিউড অভিনেতা বলেন, এতদিন কেবল দূরের মানুষের করোনা আক্রান্ত হওয়ার কথা, তাদের চিকিৎসার সমস্যার কথা শুনতাম। এবার করোনা ঘরের ভিতরে চলে এসেছে।

প্রসঙ্গত, অলভিরা সালমান খানের নিজের বোন। অভিনেতা -পরিচালক অতুল অগ্নিহোত্রীর সঙ্গে তার বিয়ে হয়। সালমা খান ও সেলিম খানের একমাত্র কন্যা অলভিরা। অন্যদিকে, সেলিম খানের দত্তক কন্যা অর্পিতা। সালমানের সবথেকে প্রিয় অর্পিতা। গোটা পরিবারের সবচেয়ে আদুরে মেয়ে। সালমান বরাবরই বলে এসেছেন পরিবারের ‘লাকি চার্ম’ হলো তাদের এই বোন। বাড়িতে সব ভাইদের উপরেই তার হুকুম চলে। ২০১৪ সালে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতা খানের। খান পরিবারের জামাই হওয়ার পরে সালমানের হাত ধরে বলিউডে সফর শুরু হয় আয়ুশের। দুই বোনেরই দ্রুত আরোগ্য চান সালমান।

- Advertisment -

Most Popular

নৌ চলাচলের স্বার্থে ভাঙা হচ্ছে বছিলাসহ ৮০৫টি সেতু

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ সারাদেশে নির্বিঘ্নে নৌচলাচলের স্বার্থে রাজধানীর মোহাম্মদপুরে বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত শহীদ বুদ্ধিজীবী (বছিলা ব্রিজ) সেতুসহ ৮০৫টি নিচু সেতু ভাঙার সিদ্ধান্ত হয়েছে। এসব...

আজ রেকর্ড ১৬২৩০ জনের দেহে করোনা শনাক্ত, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ ক্রমেই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত একদিনে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে...

আমি কম্পিউটার শিখেছি জয়ের কাছ থেকে: প্রধানমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ যেভাবে শুরু হলো- ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক...

ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট থেকে টিকা দেওয়ার সিদ্ধান্ত

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ দিন দিন বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে চাইছে সরকার। তারই অংশ হিসেবে...

Recent Comments