Tuesday, August 3, 2021
Home বিদেশ আবারও ভারতে করোনায় মৃত্যু বাড়ছে

আবারও ভারতে করোনায় মৃত্যু বাড়ছে

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কয়েকদিন মৃত্যুর সংখ্যা কমলেও আবার তা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

এর আগে দেশটিতে শুক্রবার ৯১১ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৮১৭ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ লাখ ৭ হাজার ১৪৫ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ছেন ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার মানুষ।

শুক্রবার দেশটিতে ৪৩ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর বৃহস্পতিবার ৪৫ হাজার ৮৯২ জন, বুধবার ৪৩ হাজার ৭৩৩ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের পর থেকে টানা চার দিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

শনিবার পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৩৫ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখ মানুষ।

- Advertisment -

Most Popular

নৌ চলাচলের স্বার্থে ভাঙা হচ্ছে বছিলাসহ ৮০৫টি সেতু

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ সারাদেশে নির্বিঘ্নে নৌচলাচলের স্বার্থে রাজধানীর মোহাম্মদপুরে বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত শহীদ বুদ্ধিজীবী (বছিলা ব্রিজ) সেতুসহ ৮০৫টি নিচু সেতু ভাঙার সিদ্ধান্ত হয়েছে। এসব...

আজ রেকর্ড ১৬২৩০ জনের দেহে করোনা শনাক্ত, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ ক্রমেই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত একদিনে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে...

আমি কম্পিউটার শিখেছি জয়ের কাছ থেকে: প্রধানমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ যেভাবে শুরু হলো- ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুলাই) পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক...

ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট থেকে টিকা দেওয়ার সিদ্ধান্ত

বিডিনিউজ টোয়েন্টিসিক্স ডেস্কঃ দিন দিন বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে চাইছে সরকার। তারই অংশ হিসেবে...

Recent Comments